১৯৮৬ সালে জেলা প্রাণিসম্পদ দপ্তর, মেহেরপুর স্থাপিত হয়। এটি মেহেরপুরের প্রধান সড়কের পুরাতন বাসষ্ট্যান্ড এর দক্ষিণ পার্শ্বে অবস্থিত। মোহময় মেহেরপুরঃ দরবেশ মেহের আলী, শেখ ফরিদের আশীর্বাদপুষ্ট, বচনকার, খনা এবং মিহিরের উপখ্যান ধন্য, বিশ্ব কবি খ্যাত বলরামী লোক সম্প্রদায় অধ্যুষিত আমঝুপি ও ভাটপাড়া নীলকুঠির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুজিবনগর সরকারে সূতিকাগার, বাংলাদেশের স্বাধীনতার অস্ত এবং উদয়ভূমি, কাজলা, মাথাভাঙ্গা, ভৈরব বিধৌত, ব্লাক বেঙ্গল গোট, গাড়ল ভেড়া, গরু, ছাগল, হাঁস-মুরগি, রাজহাঁস, টার্কি, কবুতরে ভরপুর নাম তার মোহময় মেহেরপুর। এ সমস্ত প্রাণীর সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকা প্রদান, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি সম্প্রসারণ খামারীদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে জেলা/উপজেলা প্রাণিসম্পদ দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।